এস এম সাহেব আলী: সাতক্ষীরা রেজ্ঞ পশ্চিম সুন্দরবন বন বিভাগ এর প্রধান কার্যালয় হতে প্রায় ২০০এর অধিক মধু আহরনের অনুমতি নিয়ে মোয়ালরা আজ ১ লা এপ্রিল রোজ বৃহস্পতিবার সাতক্ষীরা রেজ্ঞ বুড়িগোয়ালিনী স্টেশন চত্তরে বেলা ১১টার সময়ে সুন্দরবনের মোয়ালদের নিকট মধু আহরনের অনুমতি পত্র তুলে দিলেন সাতক্ষীরা রেজ্ঞ সহকারী বন সংরক্ষণ(এসিএফ) এম এ হাসান।
উপস্থিত মোয়ালরা আনন্দের এক অবিরাম খুশি মেতে উঠেছিল।
এ অবস্থায় মোয়ালরা আনন্দ মুখর পরিবেশে সুন্দরবনে মধু আহরনের উদ্দেশ্য নৌকা যাত্রা শুরু করে।
এসময়ে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ, কলাগাছিয়া স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম , বিশিষ্ট মধু গবেষক মইনুল আনোয়ার প্রমুখ।
আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।