Spread the love

নিজস্ব প্রতিনিধি: শিশু যৌন শোষণ প্রতিরোধে আসক’র চেঞ্জ এজেন্ট গ্রুপের সাথে মিটিং অনুষ্ঠিত

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)’র উদ্যোগে সোম ও মঙ্গলবার টেরে দেশ হোমস (টিডিএস) নেদারল্যান্ড এর আর্থিক সহযোগিতায় ‘স্টেপ আপ দ্যা ফাইট এগেনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিল্ড্রেন’(সুফাসেক) প্রকল্পের উদ্যোগে শিশু যৌন শোষণ প্রতিরোধে আইন ও সালিশ কেন্দ্র‘র সাতক্ষীরা প্রকল্প অফিসে চেঞ্জ এজেন্ট গ্রুপের সদস্য এমতি ও ইফতির সভাপতিত্বে মিটিং অনুষ্ঠিত হয়।

মিটিং এ স্কুল ভিত্তিক কাজের কর্মপরিকল্পনা, শিশুর যৌন শৌষণ প্রতিরোধে করণীয় ও জরুরী প্রয়োজনে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। মিটিংএ ৫০ জন চেঞ্জ এজেন্ট গ্রুপের ছেলে ও মেয়ে উপস্থিত ছিলেন। আইন ও সালিশ কেন্দ্রের সুফাসেক প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা রাহিমা বেগম ,আলীরাজ ও আজাহারুলইসলাম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *