জিএম জাকির হোসেন: সাতক্ষীরায় ৬৮ বছর বয়সী এক বৃদ্ধ ও ৫০ বছর বয়সী এক কুমারী নারীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) বিকালে জেলার কালিগঞ্জ উপজেলার বাথুয়াডাঙ্গা গ্রামে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘোনা গ্রামের মৃত ছবেদ আলী গাজীর ছেলে ৬৮ বছর বয়সী মোকছেদ আলী গাজীর স্ত্রী কয়েক মাস পূর্বে মারা যান। ওইসময় থেকে মোকছেদ গাজীকে বিয়ে দেওয়ার জন্য তার পরিবারের সদস্যরা পাত্রী খোজাঁ শুরু করেন। একপর্যায়ে উপজেলার তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামের শহর আলী গাজীর কুমারী মেয়ে ৫০ বছর বয়সী হামিদা বেগমের সন্ধান পান মোকছেদের পরিবারের সদস্যরা।
পরে মোকছেদ আলী আর নববধূ হামিদা বেগমের ভিতরে ভালোলাগা থেকে ভালোবাসা তৈরি হলে দুই পরিবারের সম্মতিতে মহাধুমধামে শুক্রবার বিকালে তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ-সম্পাদক এনামুল হোসেন ছোটর উপস্থিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।
বিয়ের সত্যতা নিশ্চিত করে তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট বলেন, ‘ইতিপূর্বে নববধূ হামিদা বেগমকে একাধিক বার বিয়ে দেওয়ার চেষ্টা করলেও কখনো বিয়ের পিঁড়িতে বসতে রাজি হননি তিনি। একপর্যায়ে দুইজনের ভালোলাগা থেকে ভালোবাসা তৈরী হলে দুই পরিবারের সম্মতিতে নববধূ হামিদা বেগম আর বর মোকছেদ আলীর বিয়ে দেওয়া হয়েছে। আর এবিয়েতে নবদম্পতি দু’জনই অনেক খুশি।
এদিকে নবদম্পতি মোকছেদ আলী আর হামিদা বেগম সকলের কাছে দোয়া চেয়েছেন।