নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বরকে মারপিটের অভিযোগ উঠেছে ওই ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দীনের বিরুদ্ধে। ওই ঘটনায় মহিলা মেম্বর রাবেয়া সুলতানা সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করেছেন।
রোববার দুপুর ১২ টার দিকে সাতক্ষীরার ধুলিহর বাজারে ওই ঘটনা ঘটে।
মহিলা মেম্বর রাবেয়া খাতুন বলেন, ধুলিহর ইউনিয়নের কাচারী পাড়া এলাকার মৃত শেখ আনোয়ার হোসেনের ছেলে বোরহান উদ্দীন আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করছিল। তার দাবীকৃত টাকা না দেওয়ায় সে বিভিন্ন সময় ওই মহিলা মেম্বরকে হুমকি দিতে থাকে। রোববার বেলা ১২ টার দিকে আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসে থাকাকালীন সময়ে বোরহান উদ্দীন এসে টাকা চায়। আমি দিতে অস্বীকার করলে সে আমাকে মারপিট করে ও শ্লীলতাহানী ঘটায়। এরপর আমার ক্যাশবাক্সে থাকা নগদ টাকা নিয়ে হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক(অপারেশন্স) বিপ্লব কুমার বলেন, এ ব্যাপারে সোমবার দুপুরে থানায় মামলা হয়েছে।
তবে অভিযুক্ত ধূলিহর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বোরহান উদ্দীন বলেন, আমি তাকে মারপিট করিনি বরং সে উল্টো আমাকে মারপিট করেছে।