নিজস্ব প্রতিনিধি: স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
রোববার(২৮ ফেব্রুয়ারী) দুপুরে সাতক্ষীরার জেলা ও দায়রা জর্জ আদালতের বিচারক মফিজুর রহমান ওই রায় দেন।
যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী মোছা: মেহেরুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামের মৃত জাকির হোসেন ওরফে ছোট বাবুর স্ত্রী। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি আব্দুল লতিফ।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জজ কোর্টের পিপি আব্দুল লতিফ বলেন, ২০১৪ সালের প্রথম দিকে আসামী মেহেরুনকে ভালোবেসে বিয়ে করে জাকির হোসেন। বিয়ের পর মেহেরুন মোবাইল ফোনে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলতো। ওই বিষয়কে কেন্দ্র করে মেহেরুন ও জাকির এর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ২০১৪ সালের ৩ অক্টোবর বিকালে মোবাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে মেহেরুন জাকিরে কুপিয়ে খুন করে। ওই দিনই পুলিশ মেহেরুনকে আটক করে।
ওই ঘটনায় নিহত জাকিরের ভাই বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর মেহেরুন আদালত হতে জামিন নিয়ে আর আদালতে হাজির হননি।
তিনি আরো বলেন, আদালতে ২২ জন স্বাক্ষীর মধ্যে ১২ জন স্বাক্ষী প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী মেহেরুন পলাতক ছিলেন।
লিগ্যাল এডভাইজার: এড. ইয়ারুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : জাহিদ হোসাইন
নির্বাহী সম্পাদক : আবু রায়হান
ঠিকানা : সিটি কলেজ মোড়, সাতক্ষীরা
মোবাইলঃ ০১৭৩৫-২৮৪৯৭৪
ইমেইল : news.satkhiravision@gmail.com
© 2021 SATKHIRA VISION - Developed by REFLECT IT SOLUTION.