কামরুল হাসান: ৬০০ পিস ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
শুক্রবার(৬ নভেম্বর) বিকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম খাঁ ওরফে ডিটু(৪৫) কলারোয়ার উপজেলার হুলহুলিয়া গ্রামের রিয়াজুদ্দিন খাঁর ছেলে।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন আলম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মোস্তফা আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ডিটুকে আটক করে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হবে।