Spread the love

নিজস্ব প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ ও সকল প্রকার সামাজিক নিপিড়ন ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেটস্থ শহিদ আলাউদ্দিন চত্বরে ওই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবানে অনুষ্ঠিত মানববন্ধনে উদীচী শিল্প গোষ্টি, জেলা মহিলা পরিষদ, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, লায়ন্স ক্লাব অব সাতক্ষীরা, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাস, উত্তরণ, স্বদেশ, প্রগতি, সুশীলন, পানি কমিটি, জলবায়ু পরিষদ, বরসা, চুপড়িয়া মহিলা সমিতি, বাংলাদেশ ভিশন, হেডসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যানারসহ অংশগ্রহণ করে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হামিদ, এড. শেখ আজাদ হোসেন বেলাল, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাংবাদিক এম কামরুজ্জামান, ওবায়দুস সুলতান বাবলু, প্রভাষক ইদ্রিশ আলী, নারী নেত্রী জোন্সা দত্ত, কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জী, মরিয়ম মান্নান, অধ্যাপক সালেহা আক্তার, মধাব চন্দ্র দত্ত, কমরেড আবুল হোসেন, এড. মনির উদ্দিন, অপারেশ পাল, শেখ সিদ্দিকুর রহমান, রঘু নাথ খা, নাজমুল হাসান মুন্না, জাহিদ হোসাইন, লুইস রানা গাইন, কায়সারুজ্জামান হিমেল, নিত্যা নন্দ সরকার, মনিরুজ্জামান জোয়ার্দ্দার প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখছেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম-সদস্য সচিব আলিনুর খান বাবলু।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সাতক্ষীরার তালায় ইভটিজিং এর শিকার হয়ে বিউটি মন্ডলের আত্মহত্যা, নির্যাতন সইতে না পেরে পাটকেলঘাটার টুম্পার আত্মহত্যা, কালিগঞ্জে তরুণীর যৌন হয়রানী, শহরের সরকারপাড়ায় পঞ্চম শ্রেণির শিশুকে অপহরণ, কালিগঞ্জে নবজাতক উদ্ধারসহ বিভিন্ন ঘটনা ঘটেই চলেছে। পরিস্থিতি দিনকে দিন ভয়নক আকার ধারণ করছে। কিন্তু অধিকাংশ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারাদেশে প্রতিবাদের ঝড় না উঠলে কর্তৃপক্ষের টনক নড়ে না।

সারাদেশে নারী ধর্ষণ ও সকল প্রকার সামাজিক নিপিড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সকলকে রুখে দাড়ানোর আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *