কামরুল হাসান: কলারোয়ায় আবারো এক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
শুক্রবার কলারোয়া হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায় ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনাক্তের বাড়ি লকডাউন করা হয়েছে।
নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তি হলেন কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের আমজেদ আলীর ছেলে মোঃ ইয়াছিন(৩৮)। আক্রান্ত ব্যক্তি পেশায় একজন মোটরগাড়ির ড্রাইভার।
গত ২৩ জুন তাঁর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠালে ২৬ জুন শুক্রবার আসা রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়।
এদিকে গত বৃহস্পতিবার ২৫জুন কলারোয়া পৌরসভার ঝিকরা গ্রামের সোলাইমান সরদারের ছেলে ওমর ফারুক (২৮) ও উপজেলার খোরদো এলাকার বড় খোরদো গ্রামের মৃত রাজ আলীর ছেলে কামরুজ্জামান (৬০)এর করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় এ পর্যন্ত নতুনসহ উপজেলায় ১৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে । তবে চন্দনপুর ইউনিয়নের ৬ জন ইতোমধ্যে করোনামুক্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত ১৩ জন করোনা শনাক্ত ব্যক্তি থাকলো।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কলারোয়া উপজেলার পৌরসদরে ৫, দেয়াড়া ইউনিয়নে ৪, জালালাবাদে ১, লাঙ্গলঝাড়ায় ১ , কেঁড়াগাছি ইউনিয়ন ১ জন ও কয়লা ইউনিয়নে নতুন আক্রান্ত ১ জনসহ মোট ১৩ ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত রয়েছেন।