মশিউর রহমান:
ওহে নির্দয়, ওহে নিষ্ঠুর “করোনা” কোথায় তোমার ঠিকানা?
কি অন্যায়, কি পাপাচার দেখলে তুমি, আদমের -তা জানিনা।
পাতি নেতা থেকে বিশ্বনেতা- আজ তোমার কাছে পদানত,
কোন ক্ষমতাবলে তুমি চালিয়ে যাচ্ছো- আদম নিধন অবিরত।
এক দুই করে আজ পর্যন্ত তুমি গ্রাস করেছো-প্রায় অর্ধ লক্ষ প্রাণ,
তুমি তো প্রথমে হানা দিয়েছ- প্রাচিন সভ্যতার দেশ মহাচীন।
তারপরে- ইউরোপের মহাশক্তিধর মুসোলীনির দেশ, হিটলারের দেশ।
বিশ্বের সভ্য জাতি বলে খ্যাত বৃটেন- তাকেও তো তুমি ছাড়লেনা।
সারা বিশ্বের বড় ভাই আমেরিকা, তাকেও মারলে বজ্র-কঠোরমুষ্ঠি,
ওহে বড় দাদা “করোনা”, সত্যি করে বলোতো তুমি কার সৃষ্টি।
তুমি কি ঈশ্বরের সৃষ্টি রাময়ণের “রামচন্দ্র”?
না-কি মাইকেলের আবিষ্কার মেঘনাদবধের ” রাবণ”।
না-কি বিদ্রোহী কবির অমর সৃষ্টি সেই “বিভীষণ”।
কেনো তোমাকে বিজ্ঞানের শ্রেষ্ঠ যুগও করতে পারছে না ধ্বংস।
যদি তাই না হবে, তাহলে কি বিশ্ব বিধাতার অবতার তুমি?
হে বিশ্ব বিধাতা, তুমি কি ওই দূরাকাশে বসে এই নিষ্ঠুর মহাযজ্ঞ দেখছো?
তুমি কি দেখছো না, আজ তোমার উপাসনালয়ে যেতে তোমার আদম ভয় পায়?
দয়ার সাগর, বিশ্ববিধাতা, এবার ফেরাও ” করোনাকে”- যদি তোমার করুণা হয়!!!
লেখক: সিনিয়র শিক্ষক,
কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।