Spread the love

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের অন্যতম বিদ্যাপিঠ ঝাউডাঙ্গা কলেজ।

কলেজের উপাধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার জানান, ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার অন্যান্য কলেজের মধ্যে সবচেয়ে বেশী A+ পেয়েছে ঝাউডাঙ্গা কলেজে। প্রতি বছর এই কলেজ থেকে প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী A+ সহ নিয়মিত ভাল ফলাফল করে আসছে। ২০১৯ সালে পাশের হার ছিল ৯৭%।

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রবিবারে সাতক্ষীরা জেলার ৫৪টি কলেজ প্রধানদের নিয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর জেলা শাখার নির্বাচন।

প্রধান নির্বাচন কমিশনার ভালুকা চাঁদপুর কলেজের অধ্যক্ষ মোবাশ্বেরুল হুদা জ্যোতি জানান, ১০ জন সহ-সভাপতি প্রার্থীর বিপরীতে ৫১৩ জন ভোটারের মধ্যে পরাজিত প্যানেল হতে সর্বোচ্চ ২৮৭ ভোট পেয়ে একমাত্র বিজয়ী সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *