Spread the love

এসভি ডেস্ক: সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরার নদ-নদী ও খালে অবৈধভাবে স্থাপনকৃত ৮৪ শতাংশ নেটপাটা অপসারণ করা হয়েছে। 

৭ অক্টোবর পর্যন্ত জেলাব্যাপী নেটপাটা অপসারণের এই অভিযান পরিচালিত হয়।  

জেলা প্রশাসনের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, সদর উপজেলার ১৯১টি নেটপাটার মধ্যে ১৭৩টি, কলারোয়ার ১১৮টির মধ্যে ১১৮টি, তালার ২৪৬টির মধ্যে ২১৬টি, আশাশুনিতে ৩২৩টির মধ্যে ২৯৫টি, দেবহাটায় ১৮৭টির মধ্যে ১৮৭টি, কালিগঞ্জের ১৭১টির মধ্যে ১৫৯টি ও শ্যামনগরের এক হাজার ৫০৭টির মধ্যে ৩৬১টি নেটপাটা অপসারণ করা হয়েছে। যা ইতোপূর্বে জরিপকৃত নেটপাটার ৮৪ শতাংশ।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, অবশিষ্ট নেটপাটা পূজার পর সাত দিনের মধ্যে অপসারণ করা হবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *