Spread the love

জিমি,সিটিজেন জার্নালিস্ট,সাতক্ষীরা: সাতক্ষীরায় বিজিবির চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানে একলক্ষ আঠাশ হাজার চারশত টাকার ভারতীয় মালামাল উদ্ধার। বুধবার ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী বিজিবির অভিযানে ভারতীয় ফেন্সিডিল, মদ, পাতার বিড়ি, হরিনা চিংড়ী মাছ, চা পাতা, বাই সাইকেল ও পচাঁ গরুর মাংস উদ্ধার করা হয়।

৩৩ ব্যাটেলিয়ান সূত্রে জানা যায়, ভোমরা ক্যাম্প কমান্ডার সুবেদার সামছুল আলমের নেতৃত্বে গোয়েন্দা শাখার এফ-এস আইনুল ইসলাম, এফ-এস মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে লক্ষীদাড়ি এলাকা থেকে ৩১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

সূত্র আরো জানায়, গাড়াখালী এলাকা থেকে ১০০ কেজি ভারতীয় গরুর মাংস , কাকডাংগা মাঠ এলাকা থেকে দশ হাজার প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, রাজ্জাকের মোড় এলাকা থেকে ৩০ কেজি ভারতীয় হরিনা চিংড়ী মাছ , কাকডাংগা মাঠ এলাকা থেকে ৫০ কেজি ভারতীয় চা পাতা, ০১ টি ভারতীয় বাই সাইকেল উদ্ধার করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *