Spread the love

এসভি ডেস্ক: সাতক্ষীরা জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে শনিবার সকালে ১০টায় পুলিশ লাইন্স মাঠে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেন।

সাতক্ষীরা জেলা পুুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান ও সাতক্ষীরা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী আকিদা রহমান নীলা, অতিরিক্ত পুুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোর্টার মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার তালা সার্কেল হুমায়ন কবির প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন । পাঁচশত গরীব দুস্থ ,অসহায়, হিজরা ও বেঁদে সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ী লুঙ্গী, সেমাই চিনিসহ ঈদ সামগ্রী বিতরণ করেন তারা।