Spread the love

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়াতে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে আপন ভগ্নিপতি ও ভগ্নিপতির বোনকে পিটিয়ে জখম করেছে শালক। গত বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দেবহাটার সখিপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উত্তর সখিপুর গ্রামের গোলামের ছেলে ইদ্রিস গাজী রফিকুল ইসলাম(৩৬) ও মেয়ে সাজিদা খাতুন (২২)। আহতরা বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয়রা বলেন, স্থানীয়রা জানান, পারিবারক কিষয় নিয়ে বেশ কিছুদিন যাবৎ রফিকুল ইসলামের সাথে তার শালক মাঝ সখিপুর গ্রামের মৃত আব্দুল গফফারের ছেলে রাজুর ঝামেলা চলছিলো। বৃহষ্পতিবার সন্ধ্যায় রাজু ও তার সহযোগী উত্তর সখিপুর গ্রামের গোলামের ছেলে ইদ্রিস গাজী রফিকুলের বাড়ীতে হাজির হয়। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডতা শুরু হলে এক পর্যায়ে রাজু ও ইদ্রিস রফিকুলকে মারপিট করতে থাকে। এ সময় ভাইকে বাঁচাতে আসলে বোন সাজিদা খাতুনকেও মারপিট করে মারাত্মক জখম করে।

এঘটনায় আহত রফিকুলের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা বলেন, এ সংক্রান্ত ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।