কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভিজিডি’র চাউল বিতরণের অভিযোগ উঠেছে।
বুধবার (২২ মে) দুপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের নিকট লিখিত অভিযোগ করেছেন মৌতলা ইউপির ভুক্তভোগী জনগন।
অভিযোগে জানাগেছে, উপজেলার মৌতলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের মেম্বর মীর সালমান রহমান ডালিম ২১ মে পরিষদে ২০১৯-২০২০ অর্থ বছরের ভিজিডি কার্যক্রমের চাউল বিতরণকালে একাধীক ভিজিডি কার্ডধারীর নিকট থেকে নগদ ১ হাজার টাকা করে আদায় পুর্বক চাউল বিতরণ করেছেন।
এঘটনায় অভিযুক্ত ইউপি সদস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে আবেদন করেছেন অত্র ওয়ার্ডের ৭ জন সুফলভোগী নারী।
এ ব্যাপারে ইউপি সদস্য মীর সালমান রহমান ডালিম এর বক্তব্য নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে গিয়ে টাকা নেওয়ার বিষয়ে জিঙ্গাসা করলে তিনি সাংবাদিকদের কাছে কোন বক্তব্য না দিয়েই ইউনিয়ন পরিষদ থেকে দ্রুত বাহির হয়ে যান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এর নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি এবং ঘটনা তদন্তের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608