আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে একজন ইয়াবা ব্যবসায়ীসহ ৩ গ্রেফতারী পরোয়ানার আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান (বিপিএম) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এএসআই মাহাবুব হাসান অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ বড়দল বাজারের লতিফ শেখের পুত্র রেজাউল ইসলামকে গ্রেফতার করেন।
এসআই বিল্লাল হোসেন সিআর-১৮৩/১৮ আসামী বলাবাড়িয়া গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ মন্ডলের পুত্র শৈলেন মন্ডলকে, এসআই মল্লিক মনিরুজ্জামান জিআর-৫৫/১৬ মামলায় দীর্ঘদিন পলাতক আসামী দিঘলারআইট গ্রামের মৃত অজিয়ার জোয়াদ্দারের পুত্র জামারুল জোয়াদ্দারকে গ্রেফতার করেন।