আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে জিকেবিএসপি উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬ প্রদর্শনীর ১৬ কৃষককে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। প্রকল্পের আওতায় উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে পাট ও ধান প্রদর্শনীর ১৬ জন কৃষককে বিনামুল্যে পাট ও ধান বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।
পাট প্রদর্শনীর কৃষকদের প্রত্যেককে দেড় কেজি করে পাট বীজ, ৪৫ কেজি ইউরিয়া, ১০ কেজি টিএসপি, ১০ কেজি এমওপি, ৩৫ কেজি জিপশাম ও দেড় কেজি করে দস্তা সার প্রদান করা হয়।
ধান প্রদর্শনীর কৃষকদের প্রত্যেককে ধান বীজ সাড়ে ৭ কেজি, ইউরিয়া ২৫ কেজি, টিএসপি ১৫ কেজি, এমওপি ১৫ কেজি ও জিপসাম সার ১২ কেজি করে দেওয়া হয়েছে।