স্মৃতি পটে আকা যত নিদারুন দৃশ্য,
সবচেয়ে নিদারুন করুন বিভৎস।
দারুন শোকাহত স্পর্শকাতর মর্মাহত মর্মস্পর্শ,
নির্মম নির্দয় হৃদয় বিদারক বিমূঢ় বিমর্ষ।
দৃশ্যপটে দৃশ্যমান করুন লোমহর্ষ,
বর্বর অবিমৃষ্য কারীদের
নির্মম নৃশংসতায় নিহত।
মহান নেতা জাতির পিতা সহ
পরিবারের সকল সদস্যা সদস্য।
তার চেয়ে নির্মম মর্মভেদী মর্মান্তিক
করুন আর্তনাদে শিশু রাসেলের
মর্মান্তিক মৃত্যুর দৃশ্য।