শেখ বাদশা, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
আশাশুনি উপজেলা স্কাউটস এর আয়োজনে সড়কের জনতা ব্যাংক চত্বর থেকে থানা হয়ে কলেজ মুখো দীর্ঘ মানবন্ধনে আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আশাশুনি আলিয়া মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
“কম ও পুনঃ ব্যবহার আমাদের জীবন যাত্রায় পরিবর্তণ আনতে পারে” প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন চলাকালে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
আরও বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান ও সহকারী শিক্ষক বিধান চন্দ্র কুন্ডু। এসময় উপজেলা স্কাউটস সদস্য মুস্তাহিদুর রহমান, প্রফেসর পবিত্র কুমার মন্ডল, শিক্ষক আসিফ ইকবাল, সেলিনা আক্তার, তহমিনা খাতুনসহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে শনিবার রাত্র সাড়ে ৮ থেকে সাড়ে ৯ টা পর্যন্ত অতীব গুরুত্বপূর্ণ স্থান ব্যতীত সকল স্থানে বিদ্যুৎ ব্যবহার সীমিত করা হয়।