Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে ২২ জনের নাম উল্লেখ করে বিজ্ঞ আমলী আদালত নং-০৮ সাতক্ষীরায় মামলা রুজু করা হয়েছে।

মামলার আরজিতে প্রকাশ, গত উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের সমর্থকরা প্রতিপক্ষকে মারপিট ও খুন জখমের হুমকী দিয়ে আসছিলেন। ২৬ মার্চ নৌকা প্রতীকের সমর্থক কুল্যা গ্রামের মৃত অর্জুন পরামান্যর ছেলে রূপ কুমার পরামান্য অন্যদের সাথে বাড়িতে ফিরছিলেন।

রাত্র পৌনে ৯ টার দিকে তারা কুল্যা আশ্রম মাঠের পাশে ওয়াপদার রাস্তায় পৌছলে, আনারসের সমর্থক কুল্যা গ্রামের সন্নাসী সরকার, প্রদীপ রায়, সুব্রত বিশ্বাস, দেবাশীষ পরামান্য, উৎপল মন্ডল, দিলীপ মন্ডল, অমল বিশ্বাস, ভৈরব মন্ডল, উজ্জল বিশ্বাস, অসীম রায়সহ সহযোগিরা হাতে লোহার রড, রাম দা, কোপা, বল্লম, জিআই পাইপ, বাঁশের লাঠি, বালি ভর্তি বালতিতে হাতবোমা নিয়ে তাদের উপর আক্রমন চালিয়ে হত্যার চেষ্টা চালায়।

এতে দেব পরামান্য, চরন পরামান্য, আশুতোষ পরামান্য, অসিত পরামান্য, রমেশ পরামান্য হাড়ভাঙ্গা জখম হয়। জহর লাল সরকারকে শ্বাস রোধ করে হত্যার চেষ্টাসহ অন্যদেরকে বেদম মারপিট করা হয়। পাশের লোকজন ছুটে আসলে মামলার চেষ্টা করলে লাশ গুমসহ বিভিন্ন হুমকী দিয়ে তারা চলে যায়। রাতেই এম্বুলেন্স যোগে আশাশুনি হাসপাতালে ভর্তির পর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সাতক্ষীরা সদর হাতপাতালে রেফার করা হয়।

এব্যাপারে রূপ কুমার পরামান্য বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ডিবি পুলিশকে তদন্ত পূর্ব প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। আসামীরা মামলা তুলে নেওয়া না হলে মজা দেখে নেওয়ার হুমকী ধামকী দিয়ে চলেছে।