March 1, 2021, 7:56 pm
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ০৮ নং ওয়ার্ডের তুফান কোম্পানি মোড় রাঁধানগর সড়কের পিচের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সড়কে নির্মাণ সামগ্রী ঢেলে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ০২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ. শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার এসও সাগর দেবনাথ, পৌরসভার কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল আজিজ, ঠিকাদার প্রতিষ্ঠান এ.এ এন্টারপ্রাইজের প্রতিনিধি তুষার রায় চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাতক্ষীরা পৌর এলাকার তুফান কোম্পানি মোড় রাঁধানগর সড়কে পিচের রাস্তা নির্মাণ কাজ উদ্বোধনের মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন অগ্রযাত্রা শুরু করা হয়েছে।
সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে ২২ লক্ষ টাকা ব্যয়ে সংগীতা সিনেমা হলের সামনের মেইন সড়ক থেকে তুফান কোম্পানি মোড় রাঁধানগর সড়কে ৫০০ মিটার পিচের রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় পথচারী ও এলাকাবাসীর মাঝে এ রাস্তা নির্মাণ কাজ শুরু হওয়ায় আনন্দের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
All rights reserved © Satkhira Vision