Spread the love

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে সাতক্ষীরা পৌরসভায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবু গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

মঙ্গলবার দিনভর সাতক্ষীরা পৌরসভার মুনজিতপুর, পলাশপোল, সুলতানপুর, কাটিয়াসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সেলিম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথী প্রমুখ।

গণসংযোগকালে আসাদুজ্জামান বাবু বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতীক নৌকা, জননেত্রী শেখ হাসিনার প্রতিক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকা। সুতরাং নৌকা প্রতীকের বিকল্প নেই। উন্নয়নের পক্ষে থাকতে হলে আবারো ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিতে জয়যুক্ত করতে হবে।

১৯.০৩.২০১৯