Spread the love

নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মার্চ) দুপুরে জেলা পরিষদের আয়োজনে সভা কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, এস.এম আসাদুর রহমান সেলিম, মো. মনিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান।