মাসুদ পারভেজ, কালিগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে রোববার সকাল থেকে শুরু করে সন্ধা পর্যন্ত কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর বাজারসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, সাঈদ মেহেদী।
এসময় তিনি বলেন, সরকারে উন্নয়নের ধারা অব্যাহত রেখে কালিগঞ্জ উপজেলার জলাবদ্ধতা, সুপেয় পানি, মাদক, চাদাবাজি, টেন্ডারবাজিসহ সকল সমস্যা নাগরীক কমিটি গঠন করে সমাধান করা হবে।
এ এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি নরিম আলী মাষ্টার, দক্ষিণশ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবু প্রশান্ত সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষায়ক সম্পাদক আল-মামুন সরদার, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বাবু চন্ডি চরন মন্ডল, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংবাদিক সুমন, সাংবাদিক শিমুল, শফিকুল ইসলাম, এ্যডভোকেট হাবিব ফেরদাউজ শিমুল, রাসেল প্রমুখ।