Spread the love

শেখ বাদশা, আশাশুনি প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আশাশুনি উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী (পুরুষ) এম ডি ফিরোজ আহম্মেদ ও (মহিলা) হেনা গাজীর মনোনয়ন বহাল রেখেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম মোস্তাফা কামাল।

সোমবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে তাদের মনোনয়নপত্রের বৈধতা ফিরে পান তারা।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আশাশুনি উপজেলায় এবার ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) লড়ছেন ৭জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন দুইজন প্রার্থী। প্রার্থীরা হলেন, (পুরুষ) উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি এস এম সাহেব আলী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জিএম আক্তারুজ্জামান, অসীম বরণ চক্রবর্তী, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মতিলাল সরকার ও এমডি ফিরোজ এবং (মহিলা) মোসলেমা খাতুন মিলি ও হেনা গাজী।

মনোনয়নপত্রের বৈধতা পেয়েই সকল প্রার্থী তাদের নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের সাথে মত বিনিময় শুরু করেছেন।