Spread the love

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: আজ মঙ্গলবার নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), এর নিজ কার্যালয়ে ডিএমপির ডেপুটি পুলিশ কমিশনার (সাইবার ক্রাইম) মোহাম্মদ আলীমুজ্জামান সৌজন্য সাক্ষাতে আসেন ,এ সময় তিনি নড়াইলের পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন স্থান পরিদর্শনসহ সিসিটিভি কন্ট্রোল রুমও ঘুরে দেখেন।

এসময় তিনি বলেন, নড়াইলের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানোর ফলে অপরাধ কমেছে ,এটা নড়াইল পুলিশের বড় অর্জন । তাই পুলিশ সুপারকে তিনি ধন্যবাদ জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন।