কলারোয়া প্রতিনিধি: কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানের অর্থায়নে মঙ্গলবার (১২ ই ফেব্রুয়ারী) বিকালে থানা চত্বরে অসহায় এসএসসি পরীক্ষার্থী উপজেলার আইচপাড়া গ্রামের আজিবার বিশ্বাসের মেয়ে বেবী নাজনীন (১৬) কে বাই সাইকেল প্রদান করা হয়।
আরো পড়ুন: নিহত পাঁচ যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীর অকাল মৃত্যুতে কলারোয়া যুবলীগের শোক
সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় হতে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।
সাইকেল পেয়ে বেবী নাজনীন বলেন, অভাব অনটনের সংসারে স্কুলের পড়াশুনার পাশাপাশি যাতায়াতের ব্যাপক অসুবিধা হচ্ছিল। তাই যাতায়াতের সুবিদার্থে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান স্যার নিজ অর্থায়নে আমাকে একটি বাই সাইকেল দিয়েছেন।