নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
সোমবার (৪ ঠা ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে শহরের মন্টু মিয়ার বাগান বাড়ীর যাওয়ার রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, যশোরের চাঁচড়া এলাকার দয়াল (৩৮) ও নাজমুল (২০)।
জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) আলী আহম্মদ হাশেমী মাদক ব্যবসায়ীদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।