Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর পশ্চিম পাড়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এর আগে একই স্থানে অবস্থিত টিনের তৈরী পুরাতন মসজিদটি ভেঙ্গে ফেলা হয়।

শ্বেতপুর পশ্চিম পাড়ায় বায়তুল আমান জামে মসজিদের নামে থাকা মোট ৩০ শতক জমির উপর এ নতুন মসজিদটি নির্মিত হতে যাচ্ছে। নির্মান কাজের উদ্বোধন করেন মসজিদ কমিটির সভাপতি বুধহাটা ইউনিয়নের সাবেক মেম্বর বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল করিম ঢালী।

এসময় মসজিদের নকসা প্রনয়নকারী পিডিবি খুলনার অবঃ ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সরদার, উপজেলা সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম, অবঃ সেনা সদস্য আলহাজ্ব আছাফুর রহমান, অবঃ শিক্ষক আলহাজ্ব আব্দুল হাকিম, বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ জাহিদুল ইসলাম, আলহাজ্ব আব্দুল কদ্দুস গাজী, ডাঃ আবু হেনা, আলহাজ্ব আশরাফ সরদার, আলহাজ্ব রহমতুল্লাহ, আলহাজ্ব মেহের আলী সরদার, বুধহাটা ইমারত শ্রমিক সংঘের সভাপতি সুলতান আহম্মেদ, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, মসজিদ কমিটির সাধারন সম্পাদক আক্তারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধহাটা ইউনিয়নের চাপড়া গ্রামের মোঃ আদম আলী গাজীর পুত্র বতমানে শ্বেতপুর পশ্চিম পাড়া নিবাসী হাফেজ মোঃ ইয়াকুব আলীর দান করা সাড়ে ৩ শতক জমির উপর এ মসজিদের গোড়াপত্তন হয়। পরে কুল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামের আনোয়ার বেগ ২ শতক জমি মসজিদের নামে দান করেন।

মোট ৩০ শতক জমির অবশিষ্ট জমি মসজিদের মুসল্লী ও এলাকাবাসীর সহায়তায় কেনা হয় বলে জানিয়েছেন মসজিদ কমিটির সভাপতি মোঃ আব্দুল করিম ঢালী।