এসভি ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বাউরা ইউনিয়নের ডাঙ্গাটারী সীমান্তে ৮০২ নং মেইন পিলারের ১০ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আসাদুল ইসলাম বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের মতিয়ার রহমান কদমার ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, শনিবার ভোরে সীমান্তের ডাঙ্গাটারী এলাকা দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ী গরু পারাপার করতে থাকে। এসময় ভারতীয় ১৪৩ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ন নিউ কুচলীবাড়ী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুঁড়লে আসাদুল ইসলাম ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় বিএসএফ সদস্যরা নিহতের লাশ টেনে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
বাউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে বর্ডারগার্ড বাংলাদেশ রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহতের কোনো খবর এখন পর্যন্ত আমরা পায়নি। বিষয়টি জানার চেষ্টা করছি।