Spread the love

খাজরা প্রতিনিধি: নদীর একূল ভাঙে আর ওকূল গড়ে। খাজরা বাজার খেয়া ঘাট সংলগ্ন কপোতাক্ষ নদের দক্ষিণ পাশে অর্থাৎ জায়গীরমহল পাড়ে বেশ কয়েক বছর আগে প্রাকৃতিকভাবে বিশাল চর পড়ে। আজ রাতে হঠাৎ করে সেই চরের বিশাল একটি অংশ ধশে পড়ে। বাকী অংশ ধশে পড়ার সম্ভবনা আছে। সকাল থেকে উৎসুক জনতা এ ভাঙন দেখার জন্য ভীড় করে। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা হলে জানা যায়, স্রোতের তীব্রতার কারনে এ ভাঙনের সৃষ্টি হয়েছে।