Spread the love

আশাশুনি প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী মাঠে জোর প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষে ৪ জন প্রার্থীর দলীয় মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার এস এম মোস্তফা কামাল ৪জন প্রার্থীরই মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেছেন।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই বাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। জানাগেছে (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের আংশিক) আসনে বৈধ মনোনয়ন পত্র দাখিলকৃতরা হলেন, বতর্মান এমপি ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ডাঃ আ ফ ম রুহুল হক, ২৩ দল মনোনীত প্রার্থী মুফতি মাওঃ রবিউল বাশার, বিএনপি’র মনোনীত প্রার্থী ডাঃ শহিদুল আলম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী ইসহাক আলী।

উল্লেখ্য, আসনটি থেকে মোট ৪জন প্রার্থীই ভিন্ন ভিন্ন দলের ৪টি মনোনয়ন পত্র জমা দেন।