নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মোবাইল প্লাস এর সৌজন্যে ৩৫০ শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে মোবাইল প্লাস এর আয়োজনে ও সৌজন্যে তুফান কোম্পানী মোড়ে প্রধান অতিথি হিসেবে এ শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি ও মোবাইল প্লাস’র স্বত্বাধিকারী মীর তাজুল ইসলাম রিপন, আর.এস.এন সিম্পোনী’র জি.এম ফরিদ হোসাইন, আম্পায়ারস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আক্তারুজ্জামান মুকুল, জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম বাবু, মোবাইল ডিস্টিবিউটর সমিতির শফিউল ইসলাম প্রমুখ।