ফিরোজ জোয়ার্দ্দার: সাতক্ষীরার কলারোয়ায় ঘরের আড়ার সাথে উড়না পেচিয়ে খাদিজা খাতুন (১২) নামের এক যুবতী আত্মহত্যা করেছে। পরে ঘর থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ ই নভেম্বর) সকালে পৌর সদরের মুরারীকাটি গ্রাম থেকে ওই যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মহাসিন আলীর মেয়ে।
এ বিষয়ে নিহতের পিতা মহাসিন আলী জানান, নিহত খাদিজা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলো। প্রায় সময় সে আত্নহত্যার চেষ্টা করতেন। ঘটনার দিন খাদিজার মা সাতক্ষীরায় এক আত্নীয়ের মৃত্যুতে সেখানে যান। সেখানে গিয়ে খবর পান তার মেয়ে নিজ ঘরের আড়ায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে।
পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে আত্নহত্যার সঠিক কারণ জানা যায়নি বলে পুলিশ সূত্রে জানা যায়।