রোববার রাতে উপজেলার কদমতলা মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত যুবলীগ নেতা উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামের নজির আহম্মদের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন যুবলীগ নেতা মাসুম বিল্লাহ সুজন বলেন, রোববার রাতে কদমতলা বাজার হতে বাড়ি যাওয়ার পথে দুলাবালা গ্রামের শহিদুল গোদা, তেরুলিয়া গ্রামের সাজ্জাত হোসেন, সুবর্ণগাছী গ্রামের সেলিম মেম্বর, তরী সৈয়দ আলীপুর গ্রামের আলামিন, কাচুনিয়া গ্রামের মিজান ও পিরগাজন গ্রামের শাকির আমার উপর অতর্কিত হামলা চালায়।
হাতুড়ি ও রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে আমাকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে পথচারীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
তিনি আরো বলেন, মাসখানেক আগে আমার কাছে চাঁদা চাওয়া আমি মেম্বর সেলিমসহ কয়েকজনের নামে চাঁদাবাজির মামলা করি। ওই মামলায় সেলিম মেম্বরসহ কয়েকজন জেলও খাটে। মামলা তুলে নেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। আমি তাদের কথায় মামলা তুলে না নেওয়ায় আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাজিব হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ জাহিদ হোসাইন
ঠিকানাঃ মুনজিতপুর, সাতক্ষীরা
মোবাইলঃ ০১৭৩৫-২৮৭৪
ইমেইল
news.satkhiravision@gmail.com
© 2021 SATKHIRA VISION - Developed by REFLECT IT SOLUTION.