এসভি ডেস্ক: কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তারভীর আরাফাত এবার এক অসহায় রোগীর পাশে দাঁড়ালেন। কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকার বাসিন্দা ব্রেইন টিউমারে আক্রান্ত ১০ বছরের শিশু রাফসান সামির উন্নত চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করেন তিনি।
সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকের বিষয়টি জানতে পারেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। পরবর্তীতে খোঁজখবর নিয়ে তাকে সহযোগীতার হাত বাড়ান। সোমবার সকালে পুলিশ লাইনে ডেকে রাফসান সামির পিতার মো: রাজু আহম্মদের হাতে এই অর্থ প্রদান করেন। এসপি জানান, সামাজিক দায়বদ্ধতা থেক্ই তার পাশে দাঁড়িয়েছি।
প্রসঙ্গত, কুষ্টিয়ার এই একনিষ্ঠ সাহসী পুলিশ কর্মকর্তা কুষ্টিয়ায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলায় রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে পুলিশের ভাবমুর্তি উজ্জল করেছেন। এতে করে সাধুবাধ জানিয়েছেন সর্বসাধারণ।