দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সুবর্নাবাদ সেন্ট্রাল হাইস্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অবিভাবক সদস্য পদের নির্বাচন কাল শনিবার অনুষ্ঠিত হবে।
সকাল ১০ টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে অশোক সরকার, ইউনুছ মৃধা, বিকাশ কান্তি হালদার, শহিদুল ইসলাম ও তানজিলা বেগমের সমন্বিত ৫ সদস্যের প্যানেল ছাড়াও মোট ১২ জন প্রার্থী অবিভাবক সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছেন।
তবে তাদের মধ্যে ৫ সদস্যের এ প্যানেলটি অবিভাবকদের আস্থা অর্জনের মাধ্যমে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন। সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক পরিমল গাতিদার বলেন,সুষ্ঠ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ শত শিক্ষার্থীদের অবিভাবকরা ভোটাধিকার প্রয়োগ করবেন। তাছাড়া নির্বাচন চলাকালীন সময়ে শিক্ষক,গন্যমান্য ব্যাক্তিবর্গ,অবিভাবকদের পাশাপাশি উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।