এসভি ডেস্ক: দশম জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের সমাপনী বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে।
শেখ হাসিনা বলেন, ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়া থেকেই দেশের মানুষের উন্নয়নের জন্য চিন্তা করেছি। যখন ক্ষমতায় ছিলাম না, তখনও পরিকল্পনা করেছি, ক্ষমতায় এলে কিভাবে দেশের মানুষের উন্নয়ন করা যায়। এ নিয়ে অনেক লেখাও আছে আমার।
প্রধানমন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় আমরা ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করেছি। দেশের মানুষ আজ তার সুফল পাচ্ছে।
তিনি আরো বলেন, একসময় দেশের মানুষ এতবড় বাজেট চিন্তাও করতে পারেনি। আজ দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে। শিল্প খাত এগিয়ে যাচ্ছে। কর্মসংস্থান তৈরি হচ্ছে।
শেখ হাসিনা বলেন, সব কটূক্তির পরও ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আজ আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি।
এরআগে, সমাপনী বক্তব্যের শুরুতে জাতির পিতাসহ জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী।