Spread the love

এসভি ডেস্ক: রাজপরিবারের সকল সুযোগ সুবিধা ত্যাগ করে প্রেমিকের গলায় মালা পরিয়েছেন জাপানি রাজকন্যা আয়াকো। প্রেমিক কেই মোরিয়ার সঙ্গে রাজকন্যার বিয়ে সম্পন্ন হয়েছে। 

সোমবার (২৯ অক্টোবর) জাপানি প্রথাগত নিয়ম ও আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।

জাপানি রীতি অনুযায়ী রাজপরিবারের কোনও সদস্য রাজপরিবারের বাইরের কোনও সাধারণ নাগরিককে বিয়ে করতে পারেন না। আর করতে হলে সংশ্লিষ্ট সদস্যকে সমস্ত রাজ সম্মান ত্যাগ করতে হয়। সাধারণ একজন নাগরিক মোরিয়াকে বিয়ে করে সে কাজটিই করলেন ২৮ বছর বয়সী আয়াকো।

৩২ বছর বয়সী কেই মোরিয়া নিপ্পন ইউসেন নামক একটি শিপিং কোম্পানিতে চাকরি করেন। টোকিওতে ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে একসাথে পড়াশোনা করার সুবাদে ২০১২ সালে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, সমাজকল্যাণের ছাত্রী হিসেবে মেয়ের ভালোটা ভেবেই আয়াকোকে তার বাবা কেই মোরিয়ার সাথে পরিচয় করিয়ে দেন। অথচ পরিচয়ের পর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

এর আগে গত ১২ আগস্ট আয়াকো ও মোরিয়ার আনুষ্ঠানিকভাবে বাগদান হয়। 

তবে জাপানের নিয়ম অনুযায়ী, বিয়ের সাথে সাথেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও ১ মিলিয়ন ডলারের মতো বোনাস পাবেন রাজকন্যা আয়াকো।