বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন প্রতিবন্ধী মেয়ে তমালিকা(৮) ও মা শান্তি রানী মন্ডল(৩৪)।
সোমবার দুপুরে উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। মৃত শান্তি রানি মন্ডল গোয়ালডাঙ্গা গ্রামের উত্তম মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানান, তমালিকা মন্ডল জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। বিভিন্ন সময় বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতো সে। এ নিয়ে পরিবারে অশান্তি চরমে উঠে। প্রতিবন্ধী মেয়ের আচরণ সহ্য করতে না পেরে সোমবার সকালে তমালিকার খাবারে বিষ মিশিয়ে দেন তার মা শান্তি রানী মন্ডল। এরপর নিজেও বিষ খেয়ে মা মেয়ে ছটফট করতে শুরু করেন। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার উভয়কে মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বলেন, পারিবারিক কলহের কারণে প্রতিবন্ধী মেয়েকে বিষ খাইয়ে একই বিষ খেয়ে মাও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে।