এসভি ডেস্ক: গোসল শেষে জনপ্রিয় সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর লাশ স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। বিকেল ৪টার দিকে এই শিল্পীর শেষ গোসল সম্পন্ন হয়।
স্কয়ার হাসপাতালের সিনিয়র ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নুরুল আমীন এ তথ্য জানান। তিনি বলেন, আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যদের সাথে কথা বলে মরদেহ হিমাগারে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে হিমাগার থেকে লাশ বের করে তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে।