দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ঈদুর নিধন অভিযান উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজনে র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভারুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জসীমউদ্দীন, মৎস্য অফিসার বদরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি অফিসার আহাদ আলী খান, জিএম আল মামুন, ইব্রাহিম খলিল, আহম্মদ সাঈদ, মনিরুল ইসলাম, আফজাল হোসেন, জাহিদ হোসেন, কৃষক সহায়তাকারী খলিলুর রহমান, গোলাম হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।