কলারোয়া প্রতিনিধি: নাশকতা মামলায় সাবেক সেনা সদস্যসহ দুই বিএনপি নেতাকে আটক করেছে সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ।
সোমবার রাতে কলারোয়া থানার এসআই রইচ উদ্দিন সংগীয় ফোর্স নিয়ে কলারোয়ার বোয়ালিয়া এলাকা হতে তাদেরকে আটক করেন।
আটককৃতর হলেন, কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত শাহাদত মোড়লের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেন(৫৬) ও নাকিলা গ্রামের মৃত নওশের আলীর ছেলে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক(৪৮)।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মদ বলেন, কলারোয়া থানাধীন বোয়ালীয়া গ্রামস্থ কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের পার্শ্বে পূর্ব বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে ৬০/৭০ জন জামায়াত/বিএনপির উচ্ছৃংখল নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দিকবিদিক পলানোর চেষ্টা করে। এসময় আশরাফ হোসেন ও আব্দুর রাজ্জাক কে আটক করে পুলিশ। এ ঘটনায় কলারোয়া থানায় ১৭ জনের নাম উল্লেখ্যসহ আরো ৪০/৫০জনকে অজ্ঞাত করে একটি মামলা করা হয়েছে। মামলায় আটককৃত আসামীদ্বয়কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।