এসভি ডেস্ক: আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি শপথ নিয়েছেন। তিন বিচারপতি হচ্ছেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান।
মঙ্গলবার (৯ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান।
রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
উল্লেখ্য, এর আগে সোমবার (৮ অক্টোবর) হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।