এসভি ডেস্ক: সিলেট জেলা স্টেডিয়ামে সোমবার লাওসকে ১-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে শুভসূচনা করে বাংলাদেশ। তিন দেখায় লাওসের বিপক্ষে এই প্রথম জিতল দল। গুরুত্বপূর্ণ এই জয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।
৫৯তম মিনিটে গোলটি করেন বিপলু। জীবনের হেড গোলরক্ষক ফিস্ট করার পর ক্রসবারে লেগে ফেরে। এরপর এক ডিফেন্ডারের বিপদমুক্ত করতে শট নিলে বল জীবনের পায়ে লেগে চলে যায় ডান দিকে থাকা বিপলুর কাছে; তার শট গোলরক্ষকের পায়ে লেগে কাছের পোস্ট দিয়ে জালে জড়ালে উৎসবে নেচে ওঠে গ্যালারি। বিপলুও এক দৌড়ে দক্ষিণ গ্যালারির দিকে ছুটে গিয়ে উদযপনে মেতে ওঠেন।
বাংলাদেশের হয়ে এর আগেও গোল পেয়েছেন বিপলু। কিন্তু দক্ষিণ কোরিয়ায় গিয়ে খেলা প্রস্তুতি ম্যাচের গোলে ছিল না স্বীকৃতি। লাওসের বিপক্ষের গোলটিই জাতীয় দলের হয়ে তার প্রথম। সিলেটের এই মিডফিল্ডার তাই চেনা আঙিনায় গোল পেয়ে দারুণ খুশি।
এশিয়ান গেমস থেকেই দারুণ ছন্দে গত মৌসুমে মোহামেডানের জার্সিতে খেলা সিলেটের তরুণ বিপলু। এশিয়াডের চারটি ম্যাচেই ডান প্রান্তে ছিলেন প্রাণবন্ত। ঘরের মাঠে সাফ ফুটবলেও খেলেছেন দুর্দান্ত। পায়ে যেমন বল রাখতে পারেন, তেমনি পারেন বল ছাড়াও পুরো মাঠ চষে বেড়াতে। মাঝে মাঝে তো মনে হয় অফুরন্ত দম নিয়ে মাঠে নেমেছেন! ফলে ব্রিটিশ কোচ জেমি ডের তুরুপের তাস উনিশের বিপলু।
শুরুতেই আজ টুর্নামেন্ট মাতিয়ে দিলেন বিপলু। সিলেটের দর্শকেরা এই আশায় বুক বাঁধবেন, গ্রুপ পর্বের আরও একটি ম্যাচে জাদু দেখাবেন তাঁদেরই ‘পোয়া’!
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5664