Spread the love

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে সোস্যাল ডেপেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) আয়োজনে গ্রাম সমিতির মাঝে ৩২টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

রোববার বেলা ৩টার দিকে এসডিএফ’র কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে ক্লাস্টার অফিসার খন্দকার শহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা এসডিএফ’র ব্যবস্থাপক কাজল চন্দ্র দে।

বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, জেলা আইটি অফিসার মাজহারুল ইসলাম, কালিগঞ্জ ক্লাস্টার অফিসের কর্মকর্তা গোলাম মোস্তফা, রওশন আলী, ওয়াহেদুজ্জামান প্রমুখ।