কলারোয়া প্রতিনিধি: অবশেষে দেশে ফিরলো মালয়েশিয়া প্রবাসী কলারোয়ার সেই যুবকের লাশ ।
কলারোয়ার হেলাতলা ইউনিয়নের গণপতিপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মালয়েশিয়া প্রবাসী জিল্লুর রহমানের (৪৩) মরদেহ শুক্রবার (১০আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে পৌছায়।
দীর্ঘ ৪ বছর সেখানে কর্মরত থাকার পর বাংলাদেশে আসার জন্য গত ১ আগস্ট বিমানের টিকিট কাটেন তিনি। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে পরদিন ২আগস্ট সকাল ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়াতেই মৃত্যু বরণ করেন কলারোয়ার জিল্লুর রহমান। তার বাবা ছিলেন মৃত আব্দুল জলিল ছিলেন হেলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক।
এদিকে, বিকেল ৩টার দিকে মরহুমকে তার বাড়ির আঙিনায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম, ইউপি সদস্য আসলাম হোসেন দুলালসহ অসংখ্য মুসল্লি।
জানাজা পরিচালানা করেন মাওলানা হাফেজ সেকেন্দার আলী।