এসভি ডেস্ক: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন তারুণ্যের বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক, বাংলাদেশ অনলাইন টুয়েন্টিফোর ডটকম এর সাব-এডিটর ও সাপ্তাহিক সূর্যের আলোর চীফ রিপোর্টার মুনসুর রহমান।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, সাংবাদিকতা পেশার মান উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণের অঙ্গীকার নিয়ে ১লা আগষ্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে বিএসকেএস। বৃহস্পতিবার সংস্থার ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে তারুণ্যের বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক, বাংলাদেশ অনলাইন টুয়েন্টিফোর ডটকম এর সাব-এডিটর ও সাপ্তাহিক সূর্যের আলোর চীফ রিপোর্টার মুনসুর রহমানকে শ্রম বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়।