নিজস্ব প্রতিনিধি: আসন্ন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবু আলীপুর ইউনিয়নের সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার বিকেলে তিনি আলীপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় নৌকায় ভোট প্রার্থণা করে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তার সাথে ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলামসহ আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে আসাদুজ্জামান বাবু বলেন, আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অংশ নিন। বিগত সময়ে যেভাবে ঐক্যবদ্ধভাবে আপনারা নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিলেন। ঠিক সেভাবেই আবারো আমাকে নির্বাচিত করে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা সকলের কাছে।