এসভি ডেস্ক: সাতক্ষীরা পৌর ভূমিহীন সমিতির আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর ভূমিহীন সমিতির সভাপতি হোসেন মাহমুদ ক্যাপটেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ১০নং আগরদাড়ী ইউপি ৪,৫ ও ৬নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বর আমেনা খাতুন, ৭,৮ ও৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বর শহর বানু।
পৌর ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন সোহাগের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলার দপ্তর সম্পাদক বাবলু হাসানসহ বিভিন্ন পর্যায়ের ভূমিহীন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, পৌর শাখার সহ-সভাপতি শাহেদা আক্তার ময়না।